পরিচয় মিলেছে ৫ নিহতের

ঢাকা: উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত ছয় জনের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। এরা হলেন মার্কেটের সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান (৫২), সালমা বেগম (৩৫), রেজাউল করিম রানা (৩২), কামরুন নাহার লতা (২০) ও জসিম (২৫)।
শুক্রবার দিবাগত রাতে হাসপাতাল ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা গণমাধ্যমকে নিহতদের এই পরিচয় জানিয়েছেন। মৃতদের মধ্যে সালমা ও রেজাউলের লাশ উত্তরার হাই কেয়ার হাসপাতালে রয়েছে। লতার লাশ আছে ১১ নম্বর সেক্টরের শিন শিন জাপান হাসপাতালে এবং মিজানের লাশ উত্তরা আধুনিক হাসপাতালে। এছাড়া জসিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল টাওয়ারের শপিং কমপ্লেক্সের লিফট ছিঁড়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে