
চট্টগ্রাম: সাশ্রয়ী ও উৎপাদন পরিবেশের দিক দিয়ে বিশ্বের চতুর্থ স্থানে অবস্থান করা চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাত করন অঞ্চলসহ (সিইপিজেড) চট্টগ্রামের দু’টি ইপিজেডের ২৩০ কারখানার মধ্যে ৬০ শতাংশ কারখানায় অগ্নিনির্বাপনের নিয়ম- কানুন পুরোপুরি মানা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রামের দু’টি ইপিজেডের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বেপজা চট্টগ্রাম অফিসের ফায়ার কনসালটেন্ট নুরুল হক জানান, গত দু্ই মাসে চট্টগ্রামের দুই ইপিজেডে মোট দশটির মত অগ্নিকাণ্ড হয়েছে। যার মধ্যে দু’টি কারাখানা একেবারেই ধ্বংস হয়ে গেছে। অপর কারখানাগুলো কোনমতে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ইপিজেডের কারখানাগুলোতে অগ্নিকাণ্ডের এই হার উদ্বেগজনক। অচিরেই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। তা না হলে আরো অগ্নিকাণ্ডের আশংকা আছে বলেও মন্তব্য করেন তিনি।
নুরুল হক বলেন, ‘চট্টগ্রামের দুই ইপিজেডে দু’মাসে অর্ধেকের মত কারখানা পরিদর্শন করেছি। এর মধ্যে ৬০ শতাংশ কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি দেখতে পাই।’ এদিকে ফায়ার সার্ভিস চট্টগ্রাম এর উপসকহারী পরিচালক জসিম উদ্দিন জানান, ইপিজেডের কয়েকটি ঘটনা তদন্ত করে দেখা গেছে অসাবধানতা এবং বৈদ্যুতিক ফিটিংসের দুর্বলাতার কারণে অগ্নিকাণ্ড ঘটছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এসজি