
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির আদর্শ দমন করতে পারেনি সরকার। বিএনপিকে দমন করা যাবে না। তাই বলবো আগুন নিয়ে খেলবেন না। গণতন্ত্রকে গণতান্ত্রিক পন্থায় চলতে দিন। তাহলে জঙ্গি এমনিতেই দমন হবে।
জিয়া পরিষদের আয়োজনে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা বিশ্বিদ্যিালয়ের সাবেক উপাচার্য ও জিয়া পরিষদের উপদেষ্টা মনিরুজ্জামান মিয়ার স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলছে তা ভয়ংকর পথ। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করে জঙ্গি দমন করা যাবে না। জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশসহ সারা পৃথিবীতে সরগরম হয়ে উঠছে। বিএনপি জঙ্গি, সন্ত্রাস সমস্যার সমাধানে জাতীয় কনভেশনের ডাক দিয়েছে। কিন্তু সরকার দলীয় এক নেতা বলেছেন, এখন কনভেনশন ডাকার সময় হয় নাই। আমি বলতে চাই কবে জাতীয় সম্মেলন ডাকার সময় হবে। যখন সব শেষ হয়ে যাবে তখন কনভেনশন ডাকার সুযোগ থাকবে না।
ফখরুল বলেন, আওয়ামী লীগ ৭২-৭৫ সালে বিরোধী দল ধ্বংস করার জন্য সন্ত্রাস তৈরি করেছিল। রাষ্ট্রীয় পর্যায়ে রক্ষী বাহিনী করেছিল। এ খন অত্যান্ত সুকৌশলে সংবিধান পরিবর্তন করে দেশকে ধ্বংস করে দিচ্ছে।
সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, দলীয়করণ করে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হয়েছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামীপন্থী শিক্ষক ছাড়া কোনো শিক্ষক নেই। যারা এ পন্থীর বাহিরে তাদের হয় বহিষ্কার না হয় ওএসডি করে রাখা হয়েছে।
জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায এমাজ উদ্দিন আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই