
নোয়াখালী: চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ৩টার দিকে বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী ও পরে মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুর থেকে আরো ৪টি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ক্ষণিকেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে চৌমুহনী ফায়ার সাভির্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সাভির্সের আরো ৩টি ইউনিটকে কল করা হয় এবং যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
প্রায় দুই ঘণ্টার চেষ্টা পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। ততক্ষনে আশপাশের খাবার হোটেল, মিষ্টির দোকান, বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেক্টনিক্স, মোবাইল দোকানসহ অন্তত ৩০টি দোকান পুড়ে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ সালাউদ্দিন জানান, ৪টি ইউনিট মিলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করে তারা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তদন্ত ছাড়া এখনই প্রকৃত কারণ জানা সম্ভব নয়, কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পরেই জানা যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/মোমাহো/ওয়াইএ