
মস্কো: যুক্তরাষ্ট্রে নিযুক্ত ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় মার্কিন কূটনীতিবিদদের রাশিয়া থেকে বহিষ্কারের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঘাতের বদলে আঘাত করার নীতি তিনি গ্রহণ করতে চান না বলে জানিয়েছেন।
পুতিন জানান, যুক্তরাষ্ট্রের ‘দায়িত্বজ্ঞানহীন কূটনীতির’ মতো একই কাজ রাশিয়া করতে পারে না। পাশাপাশি তিনি আশা করেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করবে তার প্রশাসন।
রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করার জন্য প্রেসিডেন্ট পুতিনকে পরামর্শ দিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু জবাবে তিনি তা করতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, আট নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর মাধ্যমে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এই বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকার কথাও জানিয়েছে। ফলে প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার এধরনের অনভিপ্রেত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়।
যদিও রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করেন, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রশাসন শেষ মুহুর্তে এসে রুশ বিদ্বেষী মৃত্যু ঘন্টা বাজাচ্ছেন। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ