
ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনেও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে গত বুধবারই নির্দেশনা দিয়ে ট্রাফিক শৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্দেশনা অনুসরণ করতে নগরবাসীর প্রতি আহ্বান রেখেছিল ঢাকা মহানগর পুলিশ।
সম্মেলনের প্রথম দিন শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সারা দিনই শাহবাগ থেকে মৎসভবন পর্যন্ত সড়কে বন্ধ থাকে যান চলাচল। রোবাবার একই ট্রাফিক ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন মহানগর উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
রোববার সম্মেলনের শেষ দিন সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যাবেন। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন সেখানেই হওয়ার কথা রয়েছে। অধিবেশনের পুরো সময় সেখানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
যান চলাচল:
রোববার সকাল ৮টা পর্যন্ত বিজয় সরণি হয়ে ভিআইপি রোডের সব গাড়ি রূপসী বাংলা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড় থেকে ডানে ঘুরবে।
সকাল ৮টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পৌঁছানো পর্যন্ত ভিআইপি রোডে গাড়ি ঢুকবে না। ওই সময় উত্তরা থেকে আসা গাড়ি মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মহাখালী টার্মিনাল, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল চার্চ, রাজমণি ক্রসিং, নাইটিংগেল, ইউবিএল, জিরোপয়েন্ট, আব্দুল গণি রোড, হাইকোর্ট ক্রসিং ও দোয়েল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢুকবে।
মাওয়া থেকে আগত গাড়ি সমূহ সদরঘাট, বাবুবাজার, গুলিস্তান, জিরোপয়েন্ট লেফট টার্ন, আব্দুল গনি রোড, পুরাতন হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর , ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্য স্থলে যাবে।
চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, যাত্রাবাড়ী ও কাঁচপুর হতে আগত গাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার, চাঁনখারপুল, দোয়েল চত্বর, বকশী বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্যস্থলে যাবে।
গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি হতে আগত গাড়ি সমূহ মিরপুর রোড ব্যবহার করে মানিকমিয়া এভিনিউ, রাসেল স্কোয়ার, সাইন্সল্যাব ক্রসিং, নিউমার্কেট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আজিমপুর ক্রসিং, পলাশী ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে।
যেসব স্থানে পার্কিং করা যাবে না:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর সম্মুখের মাঠ সংলগ্ন সকল এলাকা। সংসদ সদস্যবৃন্দের মধ্যে যাদের গাড়ী সম্মেলন স্থলে রাখা যাবে না। তাদের গাড়ী রমনা রেঁস্তোরা এবং ঢাকা ক্লাবের মধ্যে পার্কিং করা হবে।
প্রতিবেদক: ময়ূখ ইসলাম, সম্পাদনা: প্রণব