আজ থেকে প্রকাশ্যে গাড়ি চালাবেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে সৌদি আরবের নারীরা গাড়ি চালানো শুরু করবেন। যদিও দেশটিতে এর আগে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। অবশেষে বহু বছর ধরে চলা প্রচারণার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের ইতিহাসে এই প্রথম মেয়েরা গাড়ি চালাতে পারবেন। উল্লেখ্য, সৌদি আরবই ছিল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীরা গাড়ি চালাতে পারতেন না।
তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হয়ে তার দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার-কার্যক্রম হাতে নেন। এই সংস্কার কার্যক্রমের মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি রয়েছে বলেও কর্তৃপক্ষের ভাষ্য।
এদিকে, সৌদির মানবাধিকারকর্মীরা বলছেন, গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এরপরও নারীদের আটকে রাখার বিষয়টি লজ্জাজনক ও হৃদয়বিদারক।
সূত্র : সিএনএন
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান