
ঢাকা: স্প্যানিশ লা লিগায় আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় বিকাল ৫টায় ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ লেগানেস। আর অ্যাওয়ে ম্যাচে রাত পৌনে ২টায় বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া।
লা লিগায় প্রথমবারের মতো লেগানেসের মুখোমুখি হতে যাচ্ছে রোনালদো-বেলরা। পয়েন্ট টেবিলের ১৭তম দলের বিপক্ষে খেলা হওয়ায় কিছুটা নির্ভার টেবিল টপ রিয়াল মাদ্রিদ। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে লেগিয়ার সাথে ড্র ছাড়া, বাকি ৪ ম্যাচেই জয় জিদান শিষ্যদের। বিপরীতে, লেগানেসের শেষ ৫ ম্যাচে ৪টিই হার, জয় একটি।
বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে গোল ব্যবধানে টেবিলের চারে সেভিয়া। যাদের বিপক্ষে সবশেষ ১৮ ম্যাচে মাত্র একটি হার মেসি-সুয়ারেজদের। এই সেভিয়ার বিপক্ষেই সর্বোচ্চ ২৬ গোল পেয়েছেন লিওনেল মেসি। তবে, নিজেদের সবশেষ ৫ ম্যাচে দুদলই দারুণ ফর্মে। বার্সার একটি হার আর সেভিয়ার একটি ড্র ছাড়া দুদলেরই জয় ৪টি।
গ্রন্থনা: জাবেদ চৌধুরী