
জুনায়েদ রহমান, ডেস্ক
বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে আজ থেকে। দীর্ঘ ৮১ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি বাংলা রেডিও। এর মধ্য দিয়ে অবসান ঘটবে একটি যুগের। ব্যয় সাশ্রয়ের জন্য বাংলাসহ বিশ্বের মোট ১০টি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)।

সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ শেষবারের মতো প্রচারিত হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত সাড়ে ১০টায়। অনুষ্ঠান উপস্থাপনা করবেন লন্ডনে মানসী বড়ুয়া আর ঢাকায় আকবর হোসেন। সম্প্রচার বন্ধ অন্য ৯ ভাষা হচ্ছে আরবি, ফারসি, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু।
বিবিসি বাংলা রেডিও যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ অক্টোবর, একটি সাপ্তাহিক নিউজলেটার দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালে মিত্র পক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল বিবিসি বাংলা রেডিওর যাত্রা।
বাংলাদেশের মানুষের মাঝে বিবিসি নামটি সবচেয়ে বেশি পরিচিতি পায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়। বিবিসির খবরের ওপর শ্রোতাদের আস্থা আর বিবিসি বাংলা রেডিওর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। মানুষ তখন যুদ্ধের খবরের জন্য পুরোপুরি নির্ভর করত বিবিসি বাংলার ওপর।