
ঢাকা: বৃহস্পতিবার ঢাকায় আসার কথা ছিল হিন্দি সিনেমার আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের। এই সময় ‘আমি তোমার হতে চাই’ সিনেমার আইটেম গানে অংশ নেওয়ার কথাও ছিল তার। কিন্তু প্রশাসনিক জটিলতায় পেছাল তার ঢাকা সফর। বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন নিজেই।
অনন্য মামুন বলেন, ‘ঈদের আগে তাকে নিয়ে আইটেম গানের দৃশ্যধারণের কাজে অংশগ্রহণ করা যাচ্ছে না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে, ঈদের পরই রাখিকে নিয়ে আমরা আইটেম গানটির শুটিং করতে পারব।’
‘আমি তোমার হতে চাই’ সিনেমার ‘ডিজিটাল প্রেম’ গানটির মাধ্যমে পুরোদস্তুর বাঙালি সাজেই নাকি দেখা যাবে আলোচিত এই ভারতীয় তারকাকে। গানের কথা ও সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন।
লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা সাহা মিম ও বাপ্পী চৌধুরী। চিত্রনাট্য লিখেছেন মামুন নিজেই। ঢাকার বাইরে শুরু হয়েছে সিনেমাটির শুটিংয়ের কাজ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস