আড্ডায় ‘আয়নাবাজি’

ঢাকা: চলতি বছরের আলোচিত চলচিত্রের নাম ‘আয়নাবাজি’। ইতোমধ্যে দেশের মানুষ বেশ মুগ্ধ আয়নাবাজির জাদুতে। শুধু দেশ বললে ভুল হবে দেশের গণ্ডী পেড়িয়ে বিদেশেও বেশ প্রশংসিত হয়েছে এই চলচিত্র। আর এই ‘আয়নাবাজি; নিয়ে দর্শকদের নানা অভিজ্ঞতা আর সিনেমা নির্মাণের অভিজ্ঞতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজন করা হয়েছে এক আড্ডা অনুষ্ঠানের।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে সাধারণ দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে এ আড্ডার। সেখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
উল্লেখ্য, ‘আয়নাবাজি’ মুক্তি পায় ৩০ সেপ্টেম্বর। ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও পার্থ বড়ুয়া। ইতোমধ্যে ছবিটি ৩০ দিনে তিন মহাদেশে প্রদর্শিত হয়েছে।
প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: ইয়াসিন