Monday, June 13th, 2016
আতিকের বিরুদ্ধে বাবুর অভিযোগ
June 13th, 2016 at 8:19 pm
আতিকের বিরুদ্ধে বাবুর অভিযোগ

ঢাকা: শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে নাট্য নির্মাতা তপু খান রোববার দুপুরে মডেল অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাকে বয়কট করার আহ্বান জানান। এরপর বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন শখ। এর রেশ কাটতে না কাটতেই শিডিউল নিয়ে প্রশ্ন তুললেন জনপ্রিয় অভিনেতা সাঈদ বাবু।

শখের শিডিউল ফাঁসানো প্রসঙ্গ টেনে বাবু তার ফেসবুকে সোমবার দুপুরে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি নাট্য নির্মাতা নুরুল আলম আতিকের বিরুদ্ধে নাটকের জন্য শিডিউল নিয়েও কোনো রকম ঘোষণা ছাড়াই শুটিংয়ের আগের দিন হঠাৎ তাকে বাদ দেয়ার অভিযোগ করেন।

অভিনেতা সাঈদ বাবু লিখেছেন, ‘আনিকা কবির শখকে নিয়ে অনেক কথাই শুনলাম। এখন কথা হলো এক মাস আগে আমার শিডিউল নিয়ে শুটিং শুরু হবে বলে বিরাট বড় মাপের নির্মাতা নুরুল আলম আতিক কোনো কারণ ছাড়াই আমাকে বাদ দেন। আর ১২ জুন রাত ৯টায় জানালো আমার কাজ পরে হবে। কিন্তু ১৩, ১৪, ১৫ জুন আমার জায়গায় শেষ মুহূর্তে আহমেদ রুবেলকে নিয়ে কাজ করেছেন তিনি।’

বাবু আরো লিখেছেন, ‘আর এই কাজের জন্য আমাকে কতবার যে উত্তরাতে তার বাসায় ডেকেছেন তার হিসাব নেই। প্লিজ পরিচালক ভাইরা, এখানে আপনারা কিছু বলবেন? আর আমার সহশিল্পীদেরও কিছু বলার আছে? আসলে আমরা শিল্পীরাই অসহায়। আমরা চাইলেই সংবাদ সম্মেলন করে তুলকালাম কাণ্ড করতে পারি না।’

সাঈদের দেয়া স্ট্যাটাসে শোবিজের অনেক অভিনেতা-অভিনেত্রী-নির্মাতারাও তাদের নিজস্ব মন্তব্য করেছেন।

babu

বাবুর স্ট্যাটাসে অভিনেত্রী ভাবনা লিখেছেন, ‘আমি তোমার সাথে। একই পরিচালক (নুরুল আলম আতিক) আমার সাথে তোমার চেয়ে বেশি খারাপ কিছু করেছে। আমাদের শিল্পীদের এক হওয়া উচিত। কিন্তু সবাই তো হবে না। একজন অপমান করলে অন্য শিল্পী আরো খুশি হবে যে কাজটা সে পেল। আমাদেরও অনেক কথা আছে অনেক পরিচালকদের প্রতি। যদি শিল্পী নিয়ে কথা হয়, তাহলে পরিচালক, প্রযোজকদের নিয়েও কথা হওয়া উচিত।’

অভিনেত্রী ও পরিচালক নাজনীন হাসান চুমকি লিখেছেন, ‘নুরুল আলম আতিক ভাই কেন, যে কোনো পরিচালকের মনে হতে পারে স্ক্রিপ্ট অনুযায়ী শিল্পী নির্বাচন সঠিক হয়নি। কিন্তু সেটা যদি শেষ মুহূর্তে মনে হয়, তবে অবশ্যই অন্যায়! সাঈদ বাবু যদি আতিক ভাইয়ের মতো কাজ করতো তখন তো আবার যা তা শুরু হয়ে যেত।

এদিকে বাবুর অভিযোগের ভিত্তিতে নির্মাতা নুরুল আলম আতিকের সাথে যোগাযোগের জন্য টেলিফোন করা হলেও তিনি টেলিফোন তোলেননি।

নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই


সর্বশেষ

আরও খবর

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি


পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন

পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন


পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক


পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর

পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর


চার দিনের রিমান্ডে পরীমনি

চার দিনের রিমান্ডে পরীমনি


পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ

পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ


পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে

পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে


কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন


নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি


সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক