আত্মসমর্পণের পর কারাগারে রিজভী

ঢাকা: নাশকতার পাঁচ মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে ওই ৫ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পল্লবী থানার দুটি, রমনা ও মতিঝিল থানার একটি করে মামলায় মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এ নেতা।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদনা: সাইফুল ইসলাম
আরো পড়ুন