হাবিব-উন-নবী খান সোহেলের আত্মসমর্পণ

ঢাকা: নাশকতার একাধিক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
তিনি রোববার ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সোহেলের আইনজীবী সানাউল্লা মিয়া বলেন, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৪১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী।
এর আগে সকালে আত্মসমর্পণের বিষয়টি করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
গ্রন্থনা, সম্পাদনা: মাহতাব শফি