
দিল্লি: আত্মহত্যা ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। ভারতে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন এবং আসরা (AASRA) র’ সহযোগিতায় ব্যবহারকারীদের জন্য আত্মহত্যারোধক বিশেষ এক টুল্স তৈরি করেছে ফেসবুক। যা ফেসবুকের ১৬৫ কোটি গ্রাহকের আত্মহত্যা প্রতিরোধে সাহায্য করবে।
টাইমস অফ ইন্ডিয়া’র এক খবরে বলা হয়, মনোবিজ্ঞানীদের সাহায্যে এবং আত্মহত্যার প্রচেষ্টায় সামিল অসংখ্য মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই টুল। এর আগে আমেরিকায় ফোরফ্রন্ট, লাইফলাইন এবং সেভ ডট ওআরজি ওয়েবসাইটের মাধ্যমে এই সেবাটি চালু করা হয়েছিল।
সম্প্রতি এক বিবৃতি দিয়ে ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টরল আঁখি দাস জানিয়েছেন, ‘ভারতে ফেসবুক ব্যবহারকারী ১৪.৮ কোটি মানুষের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের বিষয়ে আমরা সবসময় তত্পর। এই প্রযুক্তি কাজে লাগিয়ে তারা ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে অবসাদগ্রস্ত ঘনিষ্ঠজনকে সাহায্য করতে পারেন।’
জানা গেছে, এই টুল্সের সাহায্যে ফেসবুকে কারো কোনো পোস্ট থেকে যদি তার সম্পর্কে এমন ধারণা হয় তিনি আত্মহননের কথা চিন্তা করছেন, সে ক্ষেত্রে সরাসরি তার সঙ্গে যোগাযোগ গড়া বা ফেসবুকে বিষয়টি সকলকে জানানো যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই