
ঢাকা: স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে সংসদ সদস্যদের সভাপতি মনোনীত না করার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে সকালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে তা কীভাবে কার্যকর করব সে বিষয়ে কোর্টের ডিরেকশন আছে। সেটা দেখেই আমরা কাজ করব।’
তিনি বলেন, ‘আর কিছু করার আছে কিনা তা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। এমপিরা বিষয়টি কীভাবে নিচ্ছেন সেটাও দেখার একটা ব্যাপার আছে। তারা যদি মনে করেন আরো কিছু করার আছে তখন এটা বিবেচনা করা হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘কোর্টের রায় মেনে চলাই আইনত বাধ্যতামূলক। রায়ের বিরুদ্ধে বলার প্রশ্নই আসে না। কিন্তু আমরা তো আপিল করেছি। তার মানে আমরা চেয়েছি এটা থাকুক।’
সর্বোচ্চ আদালতের রায় শিক্ষার মানোন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল শিক্ষাবিদ, উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদের প্রধান হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।’
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই