
ঢাকা: সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় হতাহতের ঘটনার প্রেক্ষিতে দেশের আদালতসমূহে নিরাপত্তা জোরদার করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। বুধবার সন্ধায় এ সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে জানা গেছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দেশের আদালতসমূহে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে করণীয় ঠিক করতে বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সাব্বির ফয়েজ আরো জানান, সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা বিবেচনায় সিসিটিভির সংখ্যা বৃদ্ধিসহ ৩টি প্রবেশদ্বারে ব্যাগ ও লাগেজ স্ক্যানার স্থাপন করা হচ্ছে। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে প্রধান বিচারপতির নিরাপত্তার ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হবে তা বাস্তবায়নে আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়। এ সময় আইনজীবীরাও নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্টের নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করতে প্রধান বিচারপতিকে আশ্বস্ত করেন।
বৈঠকে সুপ্রিমকোর্টের আইনজীবী ছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/আইকে/এসআই