আদালতে ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক ৫টি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। মামলা পাঁচটির মধ্যে তিনটিতে অভিযোগ গঠনের শুনানি ও বাকি দু’টিতে নিয়মিত শুনানি হবে।
বৃহস্পতিবার সকালে পৃথক ৫টি মামলায় তিনি ঢাকার সিএমএম আদালতে এ হাজিরা প্রদান করেছেন বলে জানান মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পৃথক পৃথক ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলার শুনানি হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ