
ঢাকা: রাজধানীতে গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার রাফসান হোসেন রুবেল (২৬) আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
এর আগে শনিবার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘সহযোগীদের নিয়ে তরুণ-তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও টাকা-মোবাইলসহ মালামাল লুট করে আসছিল সিরিয়াল এ ধর্ষক। রুবেলকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।’
তিনি আরো বলেন, ‘সে উত্তর বাড্ডার মিশ্রীটেলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি রুবেলের বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় পরোয়ানাও রয়েছে।’
‘২৫ অক্টোবর গারো তরুণী তার হবু স্বামীর মেসে দেখা করতে যান। এ সময় মেস ম্যানেজার স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে মেসে মেয়ে আনার অভিযোগ তুলে ছেলেটিকে ১ নভেম্বর বাসা ছেড়ে দিতে বলে। এ সময় রুবেলসহ কয়েকজন স্থানীয় বখাটে তরুণীর হবু স্বামীকে আটকে রেখে তার মোবাইল ও নগদ সতেরো হাজার টাকা নিয়ে যায়। যাকে তারা তাদের ভাষায় ‘ফিটিং দেয়া’ বলে থাকে’ বলেন তিনি।
মাসুদ বলেন, ‘এরপর তারা মেয়েটিকে পাশের রিকশা গ্যারেজে নিয়ে যায়। ওই জায়গা সুবিধাজনক না হওয়ায় তারা মেয়েটিকে নিয়ে আরেকটি রিকশা গ্যারেজের পাশে পরিত্যক্ত একটি ভবনে যায়। সেখানে রুবেল ও তার সহযোগীরা গারো তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়। ওইদিন রাতেই পুলিশ সালাউদ্দিন মিনা নামে রুবেলের এক সহযোগীকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।’
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের
আরো পড়ুন