‘আদিবাসী’ উচ্ছেদের প্রতিবাদ শুক্রবার

ঢাকা: মধুপুর ও নাহার খাসিয়া পুঞ্জিতে বসবাসকারী ‘আদিবাসী’দের উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করবে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও তাদের সমমনা ১০টির বেশী সংগঠন।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে এই কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রে প্রকাশ, কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ও আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের কনভেনর জনাব ফজলে হোসেনবাদশা এমপি, জনীতিবিদ পংকজ ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.মেসবাহ কামাল ও রোবায়েত ফেরদৌসসহ মানবাধিকার কর্মীরা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে