আনোয়ারায় নির্বাচনী সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম: জেলার আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নে নির্বাচনী সংর্ঘষে মোহাম্মদ ফারুক নামের একজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল তিনটায় দুই পক্ষের সংর্ঘষে গুরুতর আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির নায়েক পংকজ বড়ুয়া জানিয়েছেন, নির্বাচনী সংর্ঘষে ফারুক দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন।
বৈরাগ ইউনিয়নের ন্ওয়াব আলী ও সোলাইমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। নিহত ফারুত সোলাইমানের সমর্থক বলে জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই