
ডেস্ক: ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’— কালোত্তীর্ণ এসব গানের সুরকার আনোয়ার পারভেজের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট এই খ্যাতিমান ও প্রতিভাধর সুরকার ধরণীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন।
আনোয়ার পারভেজের পেশাদার সঙ্গীত জীবনের শুরু হয় ষাটের দশকের গোড়ায়, চট্টগ্রাম বেতারে সুরকার পদে যোগ দেয়ার মাধ্যমে৷ পরবর্তীতে ঢাকায বিভিন্ন মাধ্যমে সংগীত পরিচালনা শুরু করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল ছবি ‘রংবাজ’র সুরকারও ছিলেন তিনি৷ সে সময় ‘সে যে কেন এলো না কিছু ভালো লাগে না’ বা ‘এই পথে পথে আমি একা চলি’ গানগুলো মানুষের মুখে মুখে শোনা যেত৷ এছাড়া ‘দি রেইন’ চলচ্চিত্রে সঙ্গীতায়োজন করেও তিনি সমালোচকদের দৃষ্টি কেড়েছিলেন৷ চার দশকের সঙ্গীত জীবনে তিনি সহস্রাধিক গানে সুরারোপ করেছেন৷
অতুলনীয় ও উত্তেজনাপূর্ণ সুরে সাজানো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সবচেয়ে বহুল প্রচারিত জনপ্রিয় গান ‘জয় বাংলা বাংলার জয়’ অসংখ্য দেশপ্রেমিক তরুণকে যুদ্ধে যোগদানে উদ্বুদ্ধ করেছে এবং মুক্তিযোদ্ধাদের দিয়েছে আত্মবিশ্বাস। খ্যাতিমান এই সুরকারের বোন শাহনাজ রহমতউল্লাহও দেশের একজন খ্যাতিমান গায়িকা৷
দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সারে ভোগার পর মরণব্যাধি আক্রান্ত করে সঙ্গীতজ্ঞের হৃদপিন্ড৷ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পর সাথে সাথে তিনি কোমায় চলে যান, মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়৷ মৃত্যুর আগে গণমাধ্যমে প্রকাশ করেন অন্তরের অন্ত:স্থলের আক্ষেপ— অনেক ভালো গানের সুর করেও তিনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া হয়নি তার৷
প্রতিবেদন: এস. কে. সিদ্দিকী, সম্পাদনা: তুসা