
পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে দলপতি অ্যালিস্টার কুক গণমাধ্যমকে বললেন, “আন্ডারডগ হিসেবে চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।”
তিনি আরো বলেন, “ভারতের মাটিতে খেলাটা সবসময়ই কঠিন। আসলে উপমহাদেশের মাটিতে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জের। তাই পাঁচ ম্যাচের সিরিজও আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা ভালো খেলার জন্য মুখিয়ে আছি। আন্ডারডগ হিসেবেই খেলতে নামবো। এতে আমাদের চাপ কম থাকবে। তবে আন্ডারডগ হিসেবেই আমরা ভারতকে চ্যালেঞ্জ করব।”
উল্লেখ্য, বাংলাদেশের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে ভারতে পাড়ি জমায় ইংল্যান্ড। বাংলাদেশের মাটিতে দুই ম্যাচেই পারফরমেন্সের ঝলক না দেখাতে পারায় ইংল্যান্ডকে নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। শুধুমাত্র সমালোচকরাই নয়, ইংল্যান্ডের সাবেক অধিনায়করাও ইংল্যান্ডের সমালোচনায় মুখর।
কুক বলেন, “বাংলাদেশের কাছে ঢাকা টেস্টে হারের ধাক্কা দল কাটিয়ে উঠেছে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই আমরা ভালো খেলতে পারিনি। তবে ভারতের বিপক্ষে ভালো খেলবো । চাপ কম নিয়েই সিরিজ শুরু করবো আমরা।”
গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: আবু তাহের