
স্পোর্টস রিপোর্টার: ৩৬ সদস্যের দল নিয়ে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশীপে অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ দল। আগামি ২৬ ডিসেম্বর ভারতের নয়া দিল্লীতে শুরু হবে সপ্তম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশীপ। ১৩টি দেশের কারাতেকাররা এ আসরে লড়াই করবেন। পাঁচ দিনের এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ উপলক্ষ্যে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারন সম্পাদক হাসানুজ্জামান মনি, বাংলাদেশ দলের অফিসিয়াল স্পন্সর প্রাণ এগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, প্রান আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং আরিফুর রহমান এবং বাংলাদেশ দলের খেলোয়ারবৃন্দ।
এবারের আসরে বাংলাদেশ দলের কারাতেকাররা ভালো ফলাফল করবেন বলে জানান বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারন সম্পাদক হাসানুজ্জামান মনি। তিনি বলেন, ‘এবারের আসরে অংশ নেয়ার উদ্দেশ্যে আমরা এক মাস আগে অনুশীলন শুরু করেছিলাম। দলের সদস্যরা জাতিকে হতাশ করবে না। আশাকরি ভারত থেকে ভালো খবর নিয়েই দেশে ফিরবো।’
প্রতিবেদক: কবির, সম্পাদনা: ইয়াসিন