আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের ৩ সদস্য আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের তিন বাংলাদেশি সদস্যকে আটক করেছে র্যাব-২। বুধবার রাতে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটক আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের ওই তিন সদস্য ফেসবুক, ই-মেইলের মাধ্যমে প্রতারণা করে মানুষের লাখ লাখ টাকা আত্মসাৎ করে নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
প্রতিবেদন: প্রীতম, সম্পাদনা: জাবেদ