
ডেস্ক: বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌরশক্তি জোটে (আইএসএ) যোগ দিয়েছে। মঙ্গলবার মরক্কোয় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে সংস্থাটির সঙ্গে এক কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসএ’র চুক্তির মধ্য দিয়ে সরকার ভবিষ্যতের জন্য নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার, বিশেষ করে সৌরশক্তির প্রসারে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রতিকূলতা ও এর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে।
আন্তর্জাতিক সৌরশক্তি জোটে যোগ দেওয়ার ফলে জোটের অন্যান্য সদস্য দেশের সাথে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সৌর প্রযুক্তি, অর্থায়ন, গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নের সক্ষমতা তৈরি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আন্তর্জাতিক সৌরশক্তি জোট সৌরশক্তি অর্জনকারী দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। ২০১৫ সালের ৩০ নভেম্বর প্যারিসের বিশ্ব জলবায়ু সম্মেলনে এ জোট আত্মপ্রকাশ করে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব