
ডেস্ক: মাসকারা ছাড়া আই মেকআপ অনেকটা অসম্পূর্ণ। চোখের চারপাশে মেকআপ করলেও আইল্যাশ ঘন না দেখালে চোখদু’টো যেন সুন্দর দেখায় না। তাই মেকআপ বক্সে মাসকারা কিন্তু থাকতেই হবে। দোকানে কিন্তু অনেক রকমের মাসকারা কিনতে পাওয়া যায়। কিন্তু নিজের আইল্যাশ অনুযায়ী মাসকারা কেমন হওয়া উচিত সেটাই জেনে নিন।
মাসকারা প্রাইমার
মুখের ফাউন্ডেশন প্রাইমারের মতো আইল্যাশের জন্যও মাসকারা প্রাইমার ব্যবহার করা হয়। এই প্রাইমার লাগালে, আইল্যাশে মাসকারা অ্যাপ্লিকেশন অনেক সহজ হয়। চোখের পল্লবে সমানভাবে, স্মাজফ্রি রেখে মাসকারা লাগানো যায়। চোখে মাসকারা ড্যালা পাকিয়ে লেগেও থাকে না। তাছাড়া মাসকারা ক্ষতিকর প্রভাব থেকেও আইল্যাশকে রক্ষা করে মাসকারা। তাই প্রতিদিন যদি মাসকারা লাগান, তার আগে প্রাইমার লাগিয়ে নিন।
লেংদেনিং মাসকারা
আইল্যাশ ছোট ও ফাঁকা-ফাঁকা হলে এই মাসকারা ব্যবহার করতে পার। এই মাসকারার ব্রাশের ব্রিস্ল অনেক ঘন ও লম্বা হয়। ফলে এরকম ব্রাশ দিয়ে মাসকারা লাগালে আইল্যাশ অনেক ঘন ও লম্বা দেখায়।
ভলিউমাইজ়িং মাসকারা
হালকা ও কম আইল্যাশ হলে এই মাসকারা অবশ্যই ব্যবহার করবে। সিলিকন পলিমার ও বিশেষ ওয়্যাক্স দিয়ে তৈরি হওয়ায় এই মাসকারা আইল্যাশে অতিরিক্ত ভলিউম সংযোজন করে। আইল্যাশ অনেক ঘন ও কালো দেখায়।
কার্লিং মাসকারা
কাভর্র্ড ব্রিস্লওয়ালা ব্রাশের মাসকারা ব্যবহার করতে পারেন। এতে আইল্যাশ বেশ কার্ল হয়ে যাবে। ল্যাশের গোড়া থেকে শেষ প্রান্ত পর্যন্ত এই কার্ল মাসকারা লাগালে আইল্যাশে কার্লিং এফেক্টও থাকে, আবার আইল্যাশের ঘনত্বও বজায় থাকে।
স্মাজপ্রুফ মাসকারা
সারাদিন রোদে-জলে কাটাতে হলে এই ধরনের মাসকারা ব্যবহার করতে পার। এই মাসকারাতে ওয়্যাক্স অয়েল বেস থাকে, ফলে এই মাসকারা স্মাজ করে না। তাই অনেকক্ষণ ধরে মেকআপ ধরে রাখতে হলে এই মাসকারা বেস্ট অপশন।
ওয়াটারপ্রুফ মাসকারা
মাসকারা যদি নিজের অজান্তে চোখে লেপ্টে যায় সেটা যে কি পরিমান খারাপ দেখায় তা বলে শেষ নেই? তাই মাসকারা যাতে লেপ্টে না যায়, তাই এই ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করতে পার। এতে মিনারেল অয়েল ও ওয়্যাক্স ব্যবহার করায় এই মাসকারা সহজে ঘেঁটে যায় না এবং অনেকক্ষণ স্থায়ী হয়।
প্রিসাইজ় অ্যাপ্লিকেটর
গোলাকার হওয়ায় এই ব্রাশের সাহায্যে প্রত্যেকটা আইল্যাশে আলাদা করে ভাল করে মাসকারা লাগানো যায়। যদিও এই ব্রাশে মাসকারা লাগাতে অনেক সময় লাগে কিন্তু এন্ড রেজ়াল্ট খুব ভাল হয়।
জ়িরো ক্লাম্প মাসকারা
অনেকসময় মাসকারা লাগানোর পর দেখা যায়, পাশাপাশি অনেকগুলো আইল্যাশ জোড়া লেগে গিয়েছে বা খানিকটা মাসকারা চোখের পাতায় ড্যালা পাকিয়ে গিয়েছে। ফলে দেখতে খুব খারাপ লাগে। এই জ়িরো ক্লাম্প মাসকারাতে ওয়্যাক্স বা পলিমার কম থাকায় এই মাসকারায় চোখের প্রত্যেকটা ল্যাশ আলাদা করে হাইলাইট করা যায়। এই মাসকারা আইল্যাশে ঘনত্ব অ্যাড করার জন্য একেবারেই ভাল নয়। তবে রোজকার স্বাভাবিক লুকের জন্য পারফেক্ট।
ল্যাশ ডিফাইনিং মাসকারা
আইল্যাশের ঘনত্ব ও দৈর্ঘ্য বাড়ানোর জন্য এই মাসকারা একদম পারফেক্ট। আইল্যাক ঘন ও সুন্দর দেখানোর জন্য এটা ব্যবহার করতে পার। এই মাসকারা ওয়াটারপ্রুফও হয়ে থাকে। তাই অল ইন ওয়ান মাসকারা বলতে এই ল্যাশ ডিফাইনিং মাসকারা ব্যবহার করতে পারেন।
বটম ল্যাশেস মাসকারা
বেশিরভাগ মাসকারাই চোখের উপরের আইল্যাশের জন্য বিশেষভাবে বানানো হয়। কিন্তু সেটা চোখের নীচের আইল্যাশে লাগানো মুশকিল। কারণ চোখের উপরের আইল্যাশ যত ঘন হয়, নীচের আইল্যাশ তত ঘন হয় না। তাই নীচের আইল্যাশের জন্য ছোট ব্রাশের মাসকারা দরকার। এই ধরনের ব্রাশে চোখের নীচে মাসকারা ছড়িয়েও যায় না বা দলা পাকিয়েও থাকে না।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে