Friday, July 1st, 2016
আপনার যাত্রাযোগ শুভ
July 1st, 2016 at 10:09 am
আপনার যাত্রাযোগ শুভ

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

মাসের প্রথম দিনটি আপনার পক্ষে শুভ। আপনার জীবনের প্রায় প্রতিটি অংশে কমবেশি শুভযোগ বর্তমান থাকবে। তবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আজকের দিনটি আপনার ক্ষেত্রে মিশ্র। কর্মক্ষেত্র ও ব্যবসায় সমস্যা থাকলেও প্রেমের বিষয়ে কিছু সমস্যার সমাধান হতে পারে। শারীরিক দিকে বড় সমস্যার যোগ নেই। তবে যাত্রা পথে সতর্ক থাকা দরকার।

মিথুন: (২২মে – ২১ জুন)

আজকের দিন আপনার পক্ষে মোটের উপর শুভ হলেও প্রেমে বাধার যোগ আছে। বন্ধুর সাহায্যে দাম্পত্য সুখ ফিরে আসার সম্ভাবনা। কর্মে উন্নতি ও ব্যবসায় সমস্যার যোগ। বিদেশ ভ্রমণের যোগ বর্তমান। যাত্রাযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

আজকের দিনে যাত্রায় বাধা আসতে পারে। বিদেশযাত্রা নিয়ে সমস্যা থাকবে। প্রেমযোগ শুভ। কর্মে শুভ ফল লাভের যোগ। ব্যবসায় উন্নতির যোগ আছে। যাত্রাযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

দিনটি আপনার পক্ষে শুভ। আজকের দিনে প্রেমের সমস্যার ইতি হতে পারে। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে উন্নতির যোগ। ব্যবসার সমস্যা কিছুটা কমবে। শারীরিক সমস্যার যোগ আছে। যাত্রা শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আজকের দিনটির কিছুটা অংশ সমস্যার মধ্যে দিয়ে কাটবে। কর্মে বাধার যোগ আছে। ব্যবসায় আর্থিক ক্ষতি। শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করবেন। প্রেমে সফলতা লাভ। দাম্পত্যে শুভযোগ বর্তমান। চিকিৎসায় সাড়া পাবেন। শুভ দিক উত্তর।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আজকের দিনটি আপনার পক্ষে কিছুটা সমস্যার। প্রেমের সফলতায় বাধা আসায় আপনি মানসিকভাবে হতাশ হয়ে পড়তে পারেন। মাথা গরমের ফলে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। দাম্পত্য সুখের যোগ থাকলেও সেটি ক্ষীণ। কর্মে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রেম নিয়ে আজকের দিনে জটিলতার অবসান হতে পারে। ব্যবসায় সফলতার যোগ আছে। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। পারিবারিক সমস্যা। ব্যবসায় উন্নতির যোগ। চোখের সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেম বা দাম্পত্যে জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে সংসারে মতবিরোধ বাড়তে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বজায় থাকবে। শিক্ষা শুভ এবং কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় লাভ বাড়বে। শুভ দিক দক্ষিণ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

আজকের দিনে কাজের জায়গায় বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা দরকার। নতুন ব্যবসায় লাভ বাড়বে। কাজে উন্নতির যোগ আছে। পরিবারে শান্তি ফিরে আসবে। প্রেমে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজকের দিনটি প্রেমের জন্য শুভ। নতুন সম্পর্ক ধীরে ধীরে পরিণতির দিকে এগোতে পারে। দাম্পত্য সুখের যোগ। কর্মে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় লাভ বাড়বে। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে বাধা আছে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আজকের দিনটি মোটের উপর শুভ। কর্মে শুভ খবর আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধু লাভের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দাম্পত্যযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

নিউজনেক্সটবিডি ডটকম/এসজি


সর্বশেষ

আরও খবর

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর


ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের

ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের

প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের