
ঢাকা: আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বিচারিক (নিন্ম) আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ১৫ জুন নির্ধারণ করেছেন আদালত।
বুধবার হাইকোর্টের বিচারপতি মো. ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেন।
২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীরা গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় তাঁকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় করা মামলায় ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৫ সালের ১৬ এপ্রিল বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। দণ্ড প্রাপ্তদের মধ্যে দুজন মারা গেছেন, ১৭ জন কারাগারে, বাকি নয়জন পলাতক রয়েছেন। পরে বিচারিক আদালতের রায়ের বিষয়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিল আসে।
আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য এবং এর আগে ১৯৯০ সালে গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছাড়াও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
মুক্তিযোদ্ধা, শিক্ষক ও রাজনীতিবিদ আহসানুল্লাহ মাস্টার বেশি পরিচিত ছিলেন শ্রমিক নেতা হিসেবেই।স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ, প্রতিটি নির্বাচনেই জয়ী হয়েছেন বিপুল ভোটে। দু’দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গাজীপুর-২ আসন থেকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/জাই