
ময়ুখ ইসলাম, ঢাকা: ঈদ পোশাকের অন্যতম অনুসঙ্গ জুতো। ঈদ এলে প্রায় সবারই চাই নতুন জুতো। আর তাই বিভিন্ন শ্রেণির ক্রেতাদের চাহিতার কথা মাথায় রেখে এবারো অসংখ্য নতুন ডিজাইনের জুতা, স্যান্ডেল নিয়ে এসেছে দেশের অন্যতম ফুটওয়্যার হাউজ এপেক্স।
এপেক্স’র দাবি, ক্রেতাদের সর্বোচ্চ মানের জুতা দিতে তারা পুরোপুরি প্রস্তুত। এবারের ঈদে তাদের ‘এক্সক্লুসিভ প্রডাক্ট’হচ্ছে ‘কাবলি সু’। চারপাশ ঢাকা তবে বাতাস প্রবেশের জন্য ফাঁকা রয়েছে, এমন স্যান্ডেলকেই বলা হচ্ছে ‘কাবলি সু। এর দাম পরবে তিন হাজার ২০০ থেকে ছয় হাজার টাকা।
এপেক্সের বসুন্ধরা সিটি আউটলেটের সিনিয়র বিক্রয়কর্মী মোহাম্মদ হাসান নিউজনেক্সট ডটকম’কে বলেন, ‘রোজার শুরু থেকেই ঈদ উপলক্ষ্যে পুরোপুরি প্রস্তুত আমরা। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই আমাদের ক্রেতা। সবার জন্য সমান গুরুত্ব দিয়ে এপেক্স প্রোডাক্ট তৈরি করে।’
হাসান জানান, এপেক্সের সবচেয়ে ভালো মানের জুতার ব্র্যান্ড হলো ‘ভেনচুরি’। সাধারণত উচ্চবিত্তরা এপেক্সের এই ব্রান্ডটি ব্যবহার করেন। এই ব্রান্ডের জুতার দাম সাড়ে তিন হাজার থেকে ছয় হাজার টাকা। এছাড়া সাধারণ চটি, স্লিপার, ব্যাক বেল্ড স্লিপার, সু- এসবেরও নতুন ডিজাইন এসেছে। দাম ৬০০ টাকা থেকে শুরু করে সাড়ে ছয় হাজার টাকা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এমএস/এসজি