
ফিচার ডেস্ক: সুস্বাদু ফল হিসেবে আপেল অনেকের কাছে প্রিয়। আর পুষ্টিগুণের দিক থেকেও এই ফলটি রয়েছে অনেক এগিয়ে। বলা হয়ে থাকে সকাল বা রাতে দাঁত ব্রাশ করার সময় না থাকলে শুধু একটি আপেল খেয়ে ফেলো। এতে দাঁতের প্রাকৃতিক যত্ন হয়ে যাবে। শুধু পুষ্টিগুণ বা দাঁতের যত্ন নয়। আরও অনেক কাজে ব্যবহার করা যায় এই ফলটি।
প্যাটার্ন তৈরিতে
নকশা নিয়ে চিন্তা করছেন। আপনার হাতের কাছে আপেল থাকলে আপাতত নকশার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ আপেলের গড়ণের মতো নকশা তৈরিতে আপনি আপেলের ব্যবহার করতে পারেন। আপেল কেটে এতে রঙ নিয়ে ফেব্রিকে দিলেই পেয়ে যাবেন নকশা।
খাবারের আদ্রতা রক্ষায়
বিশেষ করে কেক জাতীয় খাবারের আদ্রতা রক্ষায় আপেল ব্যবহার করা যেতে পারে। আর এর জন্য কোনো বেগ পেতে হবে না আপনাকে। কোনো আবদ্ধ পাত্রে যদি কেক রাখতে চান সেখানে শুধু মাত্র একটি আপেল রেখে দিন। পরবর্তীতে যখন কেকটি বের করবেন দেখবেন কেকটি আগের মতোনই রয়েছে।
টি লাইট হোল্ডার
দীপাবলি উৎসবে টি লাইট হোল্ডারের ব্যবহার দেখা যায়। আর এইসবের পেছনে প্রায়শই মানুষ অনেক অর্থ ব্যয় করে থাকেন। কিন্তু এই টি লাইট হোল্ডার আপনি আপনার বাসাতেই বানাতে পারবেন যদি আপনার কাছে আপেল থাকে। এতে অনেকটা নান্দনিক পরিবেশের সৃষ্টি হবে।
ক্রিসমাস ট্রি সাজাতে
আর কিছুদিনবাদেই খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড় দিন। উৎসবটি উদযাপন উপলক্ষে তারা ক্রিসমাস ট্রি তৈরি করে থাকেন। প্রায় সবাই নিজের সর্বচ্চোটা দিয়ে এই ক্রিসমাস ট্রিকে আরো আকর্ষনীয় করতে চান। যদি আপনার ঘরে আপেল থাকে তাহলে সেটিকে গোল করে কেটে রোদে শুকিয়ে ক্রিসমাস ট্রিতে লাগিয়ে দিন। দেখবেন আপনার তৈরি ক্রিসমাস ট্রি টি অসাধারণ হয়েছে এবং এসেছে নতুনত্ব।
ত্বকের জন্য
মুখের ত্বকের যত্ন নিতেও আপেল ব্যবহার করে থাকেন নারীরা। আপেল স্লাইস করে কেটে বেটে মুখে দিয়ে ৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক হবে আরও ফ্রেশ।
গ্রন্থনা: ময়ূখ সম্পাদনা: রাকিব