
কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে জার্মানির একজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে তালেবান গোষ্ঠীর সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
গেরেশক জেলায় বোমা তৈরির একটি স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান চালানোর সময় অন্য আরো তিনজন জঙ্গির সঙ্গে জার্মান ওই নাগরিককে আটক করা হয়।
আফগান কর্মকর্তারা জানান, তিনি জার্মান ভাষায় কথা বলছিলেন এবং নিজেকে জার্মানি হিসেবে পরিচয় দেন। তবে তার পরিচয় এখনো স্পষ্ট নয়।
যদি নিশ্চিত হয় গ্রেফতার করা ব্যক্তিটি আসলেই জার্মান তাহলে এটিকে বিরল ঘটনাই বলতে হবে। কেন না জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি পশ্চিমা বিভিন্ন দেশের নাগরিকদের আকৃষ্ট হতে দেখা গেলেও, তালেবানদের প্রতি আকৃষ্ট হয়ে আফগানিস্তানে লড়াই করছে এমন ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
আফগান কর্মকর্তাদের ধারণা, নিজেকে জার্মান হিসেবে পরিচয় দেয়া ওই ব্যক্তিটি সুদীর্ঘ ৮ বছর ধরে তালেবানদের সঙ্গে আছেন। আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, জার্মান ওই নাগরিক নিজেকে আব্দুল ওয়াদুদ হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তার জার্মান নাম জানা যায়নি।
এদিকে আফগান সেনাবাহিনীর মেজর আব্দুল কাদির বাহদুরজাই বিবিসিকে জানান, জার্মান ওই ব্যক্তিকে কান্দাহারের বিমান ঘাঁটিতে নেয়া হয়েছে। তিনি বর্তমানে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে আছেন।
ধরা পড়ার সময় তোলা ছবিতে দেখা যাচ্ছে, ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সি ওই ব্যক্তি ঐতিহ্যবাহী আফগান পোশাক পরে আছেন। তার উভয়পাশে দুজন আফগান সেনা তাকে ধরে রেখেছে।
এদিকে প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, গত সোমবার রাতে হেলমান্দ প্রদেশের গেরেশক জেলায় তিনজন সন্দেহভাজন তালেবান যোদ্ধার সঙ্গে আরেক ব্যক্তিকে আটক করা হয়। কালো পাগড়ি পরিহিত লম্বা দাড়িওলা ওই ব্যক্তিটি জার্মানিতে কথা বলছিলেন এবং নিজেকে জার্মান নাগরিক হিসেবে উল্লেখ করেছেন।
গেরেশক জেলার পুলিশ প্রধান ইসমাইল খোপলওয়াক গ্রেফতারকৃত ব্যক্তিকে হেলমান্দ প্রদেশের তালেবান গোষ্ঠীর কমান্ডার মোল্লা নাসিরের সামরিক উপদেষ্টা হিসেবে উল্লেখ করেন। প্রসঙ্গত, হেলমান্দ প্রদেশের বেশিরভাগ অঞ্চলই বর্তমানে তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম