
ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে বৃহষ্পতিবার ভোরে ন্যাটোর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। আফগান কর্তৃপক্ষ এই হামলার ঘটনা নিশ্চিত করেছে। খবর বাসস।
প্রাদেশিক মুখপাত্র মাহমুদ দানিশ জানান, ‘আফগান ও মার্কিন বাহিনী যৌথভাবে জ্যেষ্ঠ তালেবান কমান্ডারদের লক্ষ্য করে একটি অভিযান চালায়। এ সময় তাদের তাদের সহায়ক হিসেবে বোমা বর্ষণে অন্তত ৩০ জন বেসামরিক আফগান নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন।’
এর আগে কুন্দুজে তালেবান বিরোধী এক অভিযানে দুই মার্কিন সেনা সদস্য এবং আফগান বিশেষ বাহিনীর তিন সদস্য নিহত হন। এরপরই ওই বিমান হামলা চালানো হয়।
পুলিশের মুখপাত্র মাহমুদুল্লাহ আকবরি জানান, ‘নিহতদের মধ্যে তিন মাস বয়সী শিশুও রয়েছে।’
এক টুইটার বার্তায় দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে ন্যাটো এ হামলার কথা স্বীকার করে। এতে বলা হয়, ‘বন্ধুপ্রতিম বাহিনীর সুরক্ষায় একটি বিমান হামলা চালানো হয়। সকল বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে।’
ওই বিমান হামলার পর নিহতদের স্বজনেরা তাদের মরদেহ নিয়ে সরকারি দফতরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব