
কাবুল: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সেনা প্রহরাধীন বিদেশি পর্যটকদের একটি গাড়িতে বন্দুকধারীর হামলায় চালকসহ অন্তত সাত জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্মকর্তারা। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে।
হেরাত প্রদেশের চেশত-ই-শরিফ জেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানির ১২ জন পর্যটককে বহন করা একটি গাড়িতে এই হামলা করা হয়। তারা বামিয়ান এবং ঘুর প্রদেশ থেকে হেরাতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পর্যটকদের মধ্যে ৮ জন ব্রিটিশ, ৩ জন মার্কিন এবং ১ জন জার্মান নাগরিক।
তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন।
এর আগে হেরাত সরকারের মুখপাত্র জালানি ফরহাদও এজন্য তালেবানদের অভিযুক্ত করেছিলেন। তিনি জানান, পর্যটকদের উপর তালেবান যোদ্ধাদের একটি গ্রুপের হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি। এছাড়া আফগান গাড়ির চালকও আহত হয়েছেন।
রাজধানী কাবুল থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, পর্যটকদের গাড়ি যে পথে গেছে তা অত্যন্ত বিপদজনক এমনকি আফগানরাও এই রাস্তা এড়িয়ে চলে। এই পথে যুদ্ধবাজ, ডাকাত এবং অবশ্যই তালেবানরা ওঁত পেতে থাকে।
বর্তমানে আফগানিস্তানের এই নৈরাজ্যকর পরিস্থিতিতে খুব কম সংখ্যক পর্যটকই দেশটি ভ্রমণে আসেন। বামিয়ান এবং হেরাত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বামিয়ানে বিশ্বের বৃহত্তম বুদ্ধ মূর্তি ছিল, যা ২০০১ সালে তালেবান যোদ্ধারা ধ্বংস করে ফেলে। সূত্র: আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই