আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর কুন্দুজ শহরের একটি মসজিদে এই হামলা ঘটে।
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, কুন্দুজের প্রাদেশিক হাসপাতাল সূত্র জানিয়েছে, সেখানে ৩৫ জনের মরদেহ রাখা হয়েছে এবং অর্ধশতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে ডক্টরস উইদাউট বর্ডারসের এক কর্মী আরও ১৫ জনের মৃত্যু ও বেশ কিছু আহত হওয়ার কথা জানিয়েছেন।
এদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুন্দুজের একটি শিয়া মসজিদে বিস্ফোরণে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। তাৎক্ষণিকভাবে হামলার দায়ভার কেউ স্বীকার না করলেও সম্প্রতি তালেবানের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট এ ধরনের বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে।