আফগানিস্তানে ১৬ বাস যাত্রীকে হত্যা

কুন্দুজ: আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে মঙ্গলবার কয়েকটি বাস থেকে যাত্রী নামিয়ে কমপক্ষে ১৬ জনকে গুলি করে হত্যা করেছে তালেবান। এছাড়া তারা বেশ কয়েক জনকে জিম্মিও করেছে।
কুন্দুজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সায়েদ মাহমুদ দানিশ বলেন, ‘১৬ যাত্রীকে তালেবান গুলি করে হত্যা করেছে।’ তবে পুলিশ কমান্ডার শের আজিজ কামাল জানান, নিহতের সংখ্যা ১৭।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি