
ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন নাদা’র কারণে বন্ধ হয়ে আছে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত ৪ নভেম্বর থেকে ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টিতে সেটা আর সম্ভব হয়নি।
বৃষ্টি না থাকলে হয়তো প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে দেখা যেতো রংপুর রাইডার্সকে। নবাগত খুলনা টাইটান্স ছিল তাদের প্রতিপক্ষ। আর রংপুরের অধিনায়ক হিসেবে পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদিকেই দেখা যেতো। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করলেন পাকিস্তানি এ ক্রিকেটার। তাই অলরাউন্ডার নাঈম ইসলামকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
বৃষ্টি বাধায় প্রথম দু’দিনের খেলা মাঠে গড়াতে না পারায় নতুন করে সূচি দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। নতুন সূচিতে রংপুর মাঠে নামবে ৯ নভেম্বর। প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই বিপিএল অধিনায়কত্ব শুরু হবে নাঈম ইসলামের।
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের এই অলরাউন্ডারই খেলেছেন সবচেয়ে বেশি, ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান খেলেছে ৪৩টি ম্যাচ। তাই অভিজ্ঞ এই খেলোয়াড়কেই অধিনায়ক করতে চেয়েছিল রংপুর কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত আফ্রিদি রাজি না হওয়ায় বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাঈম ইসলামকে বেছে নিয়েছে রংপুর। মূলত দেশি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতেই নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছে বলে জানান দলটির মিডিয়া ম্যানেজার এমএ বাকি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে নাঈম শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৪ সালের মার্চে। জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের নেতৃত্বও দিয়েছিলেন ২৯ বছর বয়সী নাঈম।
রংপুর রাইডার্স দল : সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান, শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), দাসুন শানাকা (শ্রীলংকা), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড), নাসির জামশেদ (পাকিস্তান), সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা), জিয়ান রুপাসিঙ্গে (শ্রীলঙ্কা) ও লিয়াম ডসন (ইংল্যান্ড)।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: জাহিদ