
ঢাকা: বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও চলচিত্র পরিচালক আবদুল্লাহ্ আল মামুন এর অষ্টম প্রয়াণ দিবস রোববার (২১ আগস্ট)।
২০০৮ সালের ২১ আগস্ট তিনি শাহবাগের বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গুণী নাট্যজনের প্রয়াণ দিবস উপলক্ষে দেশের অন্যতম নাট্যদল নাট্যম রেপার্টরী মঞ্চস্থ করতে যাচ্ছে নাটক ‘চারদিকে যুদ্ধ’।
আবদুল্লাহ্ আল মামুন রচিত ‘চারিদিকে যুদ্ধ’ নাটকটির নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে।
নাটক মঞ্চায়নের পূর্বে আবদুল্লাহ্ আল মামুন স্মরণে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচক হিসেবে থাকবেন নাট্যজন রামেন্দ্র মজুমদার ও গোলাম সারোয়ার।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভাশীষ দত্ত তন্ময়, মুহাম্মদ কায়সার রিফাত, উত্তম চক্রবর্তী, অমিতাভ রাজীব, কুদরত কমল, কামরুজ্জামান মিঠু, সোহানুর রহমান সোহাগ, নিবির রহমান, তারক নাথ দাস, মোস্তফা কামাল মুরাদ, শাহাদাত হোসেন শাহেদ, লিটা খান, তাহমিনা খাতুন। সংগীত পরিকল্পনায় আছেন তারক নাথ দাস। মঞ্চ পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ ও আলোক পরিকল্পনায় মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সকলের জন্যে উন্মুক্ত।
প্রতিবেদন : শিপন আলী, সম্পাদনা: সাইফুল ইসলাম