
ঢাকা: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে বলে আভাস দিয়েছে লন্ডনভিত্তিক জরিপ সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট।
৪ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে তারা জানায়, বর্তমান সরকারের সময় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ। আর এ কারণেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসার সম্ভাবনা বেশি।
তারা আরও জানায়, ২০১৮-১৯ সাল থেকে ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭.৭ শতাংশে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিশেষভাবে বলা হয়েছে। বলা হয়, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাই আগামী নির্বাচনে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বিভিন্ন জরিপের বরাত দিয়ে তারা জানায়, এখন পর্যন্ত শেখ হাসিনাই সবচেয়ে জনপ্রিয় প্রার্থী।
প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ প্রশাসনের অধীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ চমৎকার রেকর্ড স্থাপন করেছে। বিরোধী দলগুলোর কার্যকর নির্বাচনী প্রচারণার অভাবের ফলে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ যথেষ্ট সমর্থ হবে।
নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভের পর ভারত, চীন ও জাপানের কাছ থেকে সুবিধা আদায় এবং অর্থনৈতিক সহায়তার জন্য বঙ্গোপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানকে কাজে লাগাতে পারবে বলেও আশা করা হয় প্রতিবেদনে।
উল্লেখ্য, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট একটি বিশেষজ্ঞ প্রকাশক সংস্থা যা ৬০ বছর ধরে এটি বিশ্বব্যাপী ব্যবসায়িক উন্নয়ন, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবণতা, সরকারি বিধি এবং কর্পোরেট চর্চা সম্পর্কে তথ্য সরবরাহ করে আসছে।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান