
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার সকাল ৬টার পর কয়েকজন নেতাকর্মীকে নিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।
তবে ঝটিকা মিছিলের সময় নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। মিছিল শেষে তিনি আবার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের এম জি রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদলের জিসান, জাহিদ, আল-আমীন, আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ, গণিসহ ২০-২৫ জন।
খালেদা জিয়ার মুক্তির দাবি ছাড়াও গত সপ্তাহে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন কারা হেফাজতে মারা যাওয়ার বিচারের দাবি জানিয়ে মিছিলে স্লোগান দেওয়া হয়।
গত ১০ মার্চও নয়াপল্টনে ঝটিকা মিছিল করেন রিজভী। কার্যালয় থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন তিনি। ভোর সাড়ে ৬টার দিকে হওয়া ওই মিছিলে তার সঙ্গে ১৪-১৫ জন নেতাকর্মী ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান