
ঢাকা: আবারো বড় পর্দায় নতুন আঙ্গিকে দেখা যাবে গ্রাম বাংলার প্রেমের গল্প অবলম্বনে ‘ফুলেশ্বরী’ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা অঞ্জনা।
এর আগে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত আজিজুর রহমান পরিচালিত ‘ফুলেশ্বরী’ ছবিটি সুপার হিট ছবির তালিকায় নাম লেখায়। ওই সময় ছবিতে নাম ভূমিকায় ছিলেন অঞ্জনা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন গ্রাম বাংলার সুপার হিরো ফারুক, আবেদনময়ী নায়িকা সুচরিতা, মেগাস্টার উজ্জ্বল, কাজরী, এটিএম শামসুজ্জামান, টেলিসামাদ, শওকত আকবর, রওশন জামিল, মিজু আহমেদ, বাবর ও রাজ।
তবে নতুন ঘোষণা নাম ভূমিকায় অঞ্জনাকে দেখা গেলেও অপর মূল চরিত্রে ব্যাপক পরিবর্তনের আভাস দিলেন খ্যাতিমান পরিচালক আজিজুর রহমান।
তিনি জানান, প্রথমবার নির্মিত ফুলেশ্বরী ছবিটি শামীম রহমানের নাম দেখা গেলেও এবার প্রযোজনায়ও পরিবর্তন আসছে। অঞ্জনা ফিল্মেসের ব্যানারে ছবিটি প্রযোজনায় থাকছেন কন্ঠশিল্পী সাজ্জাত মনি। আর নাম ভূমিকায় অঞ্জনাকেই দেখা যাবে। এছাড়া প্রাথমিকভাবে অপরাপর চরিত্রের জন্য ফারুকের চরিত্রে শাকিব খান, উজ্জ্বলের চরিত্রে ফেরদৌস, নায়িকা হিসেবে পূর্ণিমা, নিপুন ও আন্নাকে মাথায় রেখে কাজ এগুচ্ছে।
অশিক্ষিতখ্যাত এই পরিচালক জানান, এটিএম শামসুজ্জামানের চরিত্রে কোনো পরিবর্তন আসছে না্। এছাড়া রওশন জামিলের চরিত্রে আনোয়ারা, রাজের চরিত্রে আহমেদ শরীফকে মাথায় রেখেছি।
এ ব্যাপারে প্রযোজনায় নাম লেখানো কন্ঠশিল্পী সাজ্জাত মনি জানান, আমাদের লোকেশন দেখার কাজ শেষ হয়েছে। শিল্পী বাছাইয়ের ব্যাপারটা অঞ্জনা আপু, আজিজ ভাই আমি মিলে আগস্টের প্রথম সপ্তাহে শেষ করতে পারবো বলে আশা করছি।
তিনি আরো জানান, ছবির বাজেট নিয়ে আমরা আপোস করবো না। তাই ৩৫ মি:মিতে ছবি শ্যুট করা হবে। সিনেমার মন্দার বাজারে আমরা দেখাতে চাই ভালো গল্প হলে দেশীয় শিল্পীদের দিয়েই দর্শক হলে আনা সম্ভব। আর রিমেক করা এই চলচ্চিত্রটির মাধ্যমেই প্রযোজকের খাতায় নাম লিখালেন নায়িকা অঞ্জনার ছোট ভাই সাজ্জাত মনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/টিএস