আবার বিপিএল উপস্থাপনায় শিনা চৌহান

ডেস্ক: শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ’র (বিপিএল) চতুর্থ আসর। প্রথম দুই আসরের উপস্থাপক শিনা চৌহানকে দেখা যাবে চতুর্থ আসরেও। চ্যানেল নাইন কর্তৃপক্ষ জানিয়েছে, গত আসরে বিপিএল’র উপস্থাপনায় দেখা না গেলেও এবারের চতুর্থ আসরে দেখা যাবে তাকে।
এদিকে এবারের বিপিএল’র চতুর্থ আসরে কলকাতার অভিনেত্রী শিনা চৌহান ছাড়াও উপস্থাপনায় আরও থাকছেন দেশের জনপ্রিয় উপস্থাপক আমব্রিন।আমব্রিন গত আসরেও উপস্থাপনায় ছিলেন।
উল্লেখ্য, বিপিএল’র টানা ৫ আসরের উপস্থাপনার জন্য চ্যানেল নাইন’র সঙ্গে চুক্তি হয়েছিলো শিনা চৌহানের। কিন্তু চুক্তি অনুযায়ী কথা রাখতে না পারায় গত আসর থেকে বাদ পরেন এই উপস্থাপক।
প্রতিবেদক: নাহিদ ন্যাস, সম্পাদনা: প্রণব