
ঢাকা: একসময়ের ব্যস্ততম অভিনেত্রী শমী কায়সারকে এখন টিভি পর্দায় খুব একটা দেখা যায় না। তবে এবার তিনি ঈদ উপলক্ষে একটি নাটকে অভিনয় করছেন। চলতি মাসের শেষ তিন দিন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হবে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘শেষের পরে’ শিরোনামে নাটকে শমীর বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।
নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘নাটকটিতে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একজন অধ্যাপকের শিক্ষকতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েনই নাটকটিতে তুলে ধরা হবে।’
টিভি নাটকে অনিয়মিত হয়ে গেছেন, এমন প্রশ্নের জবাবে শমী কায়সার বলেন, ‘আমি বড় একটি কাজে হাত দিয়েছি, যেখানে অনেক সময় দিতে হচ্ছে আমাকে। কাজটি শেষ হলে আবার নিয়মিত দর্শকদের সামনে আসব। তবে আপাতত এ নিয়ে কিছু বলতে চাই না।’
প্রসঙ্গত, গত বছর ঈদুল ফিতরের জন্য নির্মিত একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন শমী কায়সার। চয়নিকা চৌধুরীর পরিচালনায় অনুমতি প্রার্থনা নামের ওই টেলিছবিতেও শমীর সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস