
চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের সন্তান মাহির মায়ের হাত ধরে আর স্কুল বাস ধরতে পারবে না। সকাল থেকে এটি চিরতরে বন্ধ হয়ে গেছে। রোববার সকালে জিইসি মোড়ে মাহিরের মা মাহমুদ খানম মিতুকে (৩৩) ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আকতার মাহমুদ মাহির চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। বাবুল-মিতু দম্পতির সাড়ে চার বছরের ছোট্ট মেয়ে তাবাস্মুম তাজনীম তাপুরের ওসব বুঝার বয়স এখনও হয়নি।
মিতু তার একমাত্র ছেলে আক্তার মাহমুদ মাহিরকে (৭) স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন সকালে। জিইসি মোড়ে মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাতের পর গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এমন করুণ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে ছেলে মাহির বলে, ‘আম্মুকে যে গুণ্ডারা মারসে, ওরা হোন্ডা করে ওখানে দাঁড়ায়ছিল। তারা ছিল তিনজন।’
সে বলে, ‘একজন দৌড়ায়ে আইসা আম্মুকে নিচে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিসিল। আরেকজন গুলি মেরে মেরে ফেলসে। তারপর আম্মুর মুখ থেকে রক্ত বের হচ্ছিল।’ শোকে মুহ্যমান মাহির কাঁদতে কাঁদতে বলতে থাকে, ‘আব্বু থাকলে আজ ওরা মাকে মারতে পারত না।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই