
ঢাকা: নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ সিনেমাটি আগামী ১২ আগস্ট সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগত জলি। সিনেমার মুক্তিকে সামনে রেখে রোববার রাতে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুক্তির অপেক্ষায় থাকা ছবি সম্পর্কে শুভ বলেন, ‘গত ঈদ আমাদের জন্য আর্শীবাদ ছিল। ঈদে দর্শকদের একটা বড় অংশ হলে গিয়ে সিনেমা দেখছেন। এটা নিয়তির জন্যও আর্শীবাদ। কারণ যারা হলে এসেছেন তারা আবারও প্রেক্ষাগৃহে আসবেন।’
জনপ্রিয় এই নায়ক আরো বলেন, আমরা চলচ্চিত্রের সন্তান আর আমাদের বাবা-মা হলো চলচ্চিত্রশিল্প। সিনেমা থেকে আমরা অনেক নিয়েছি, এখন সময় হয়েছে কিছু দেয়ার। সবাইকে মিলেই সিনেমায় কিছু দেয়া উচিৎ। সিনেমাটির জন্য সবার কাছে দোয়া চাই। আর প্রত্যাশা করছি, এ সিনেমার সবার জন্য তালি আর আমার জন্য গালি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নির্মাতা সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টু ও ছবির নায়িকা জলি।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই