
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, রাজধানীতে অপরাধ আগের থেকে অনেক কমে গেছে। ৮-১০ বছর আগেও ঢাকায় অনেক অপকর্ম হতো, যা এখন হয়না। আমরা ঢাকাকে ‘ক্রাইম ফ্রি’ করব। ধীরে ধীরে শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশকেও ক্রাইম ফ্রি করা হবে।
রোববার দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বেনজীর আহমেদ বলেন, ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকল ধরনের অপরাধ প্রতিরোধ করা হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা।
রাজধানীবাসীর উদ্দেশ্যে র্যাবের ডিজি বলেন, আপনারা যারা ঈদ উদযাপন করতে ঢাকা ও দেশের বাইরে যাবেন, তারা সবাই সতর্ক থাকবেন। আগেও আমরা ঢাকাকে সিকিউরড করেছি, আগামীতেও করতে চাই। তিনি বলেন, রাজধানীতে র্যাবের ৯টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও প্রতিটি বাস, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে র্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা অগ্রিম টিকিট নিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়িতে রওনা দিতে পারেন।
র্যাবপ্রধান আরও বলেন, সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সবচেয়ে বড় দুটি ফেরিঘাট একটি মাওয়া ও অন্যটি আরিচা। এ দুই ফেরিঘাটের দু’পাশে যাত্রীদের হয়রানী বন্ধে দুটি করে মোট চারটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ সকল ব্যবস্থা ঈদ পর্যন্ত বহাল থাকবে। ঈদে ভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই