
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ কাশফুল আর্ট স্কুলের আয়োজনে ‘আমরা সবাই রাজা’ শিরোনামে শুরু হয়েছে বার্ষিক শিশু চিত্র প্রদর্শনী।
স্কুলের ৩৪ জন শিশু চিত্রশিল্পীর ৪৫ টি চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। নাগরিক শিশুদের অঙ্কনে উঠে এসেছে আবহমান বাংলা। শহরে বড় হওয়া এই শিশুরা শহুরে জীবন না এঁকে ক্যানভাসে রঙ ছড়ানোর জন্য প্রধানত গ্রামীণ জীবনকেই বেছে নিয়েছে।
মাথায় ঝাঁকা নিয়ে গ্রামের হাটে যাওয়া, বিলে শাপলা তোলা, ষাঁড়ের লড়াই, পাল তোলা নৌকা, নৌকাবাইচ, ঢেঁকিতে ধান ভানা, মাঠে গরু নিয়ে রাখাল, পালকি, গরুর গাড়িসহ গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ উঠে এসেছে এসব চিত্রকর্মে।
২০১২ সালে রাজধানীর মনিপুরীপাড়ায় যাত্রা শুরু করে কাশফুল আর্ট স্কুল। প্রতি বছরই শিশুদের চিত্রকর্ম নিয়ে এ স্কুল ছোট পরিসরে প্রদর্শনীর আয়োজন করে। এবারই বড় পরিসরে জয়নুল গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে। শুক্রবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন।
সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২২ জুন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই