
সাভার: আমিনবাজারে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে বিভিন্ন দোকানে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সাভারের আমিনবাজারের ডুবরা বশুদা এলাকার চার শতাংশ জমি নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে। এদিকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকার ডবুরা বশুদা এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় আকাশ নামের একজনের সঙ্গে একই এলাকার হাফিজুলদের বিরোধ চলে আসছিল। আকাশ ওই জমিতে মাটি ভরাটে করতে গেলে দুপুরের দিকে হাফিজুল, তার ভাইসহ আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থল থেকে আকাশকে তুলে নিয়ে যায়। তারা ওই যুবককে ধরে নিয়ে চাপাতি দিয়ে ডান হাতের কজ্বি কেটে নিয়ে যায় ও বাম হাতের আঙ্গুল কেটে দেয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারের জন্য তাদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব