
ঢাকা: শিল্পী আমিনুল ইসলাম ছিলেন এই অঞ্চলের প্রথম প্রজন্মের শীর্ষ শিল্পী ও আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার শিল্পসাধনা, সামাজিক অঙ্গীকার ও আধুনিকতাবোধ আমাদের শিল্পভুবনকে সমৃদ্ধ করেছে। এই প্রথিতযশা শিল্পীর স্মরণে প্রবর্তিত ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম শুভ এবং রাজীব দত্ত।
শনিবার রাজধানীর ধানমন্ডির জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া একই আয়োজনে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ উন্মুক্ত স্টুডিওর উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে বর্ণাঢ্য চিত্রকর্ম প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী ঢালী আল মামুন, রুবী ইসলাম এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
শিল্পী আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের পক্ষ থেকে ২০১৩ সালে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রবর্তন করা হয়। প্রতি এক বছর পরপর চারুকলার ক্ষেত্রে অবদানের জন্য দুই জন করে তরুণ শিল্পীকে সমমানের ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান করা হয়। এই পুরস্কারের প্রতিটির মূল্যমান এক লাখ। আবেদনপত্র আহ্বান, বাছাই, প্রদর্শনী আয়োজন এবং পুরস্কার প্রদানসহ অন্যান্য আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে বেঙ্গল ফাউন্ডেশন।
এদিকে, চূড়ান্তভাবে মনোনীত শিল্পীদের ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। এরা হলেন- আলী আসগর, মুহাম্মদ রফিকুল ইসলাম শুভ, পলাশ বরন বিশ্বাস, পলাশ ভট্টাচার্য্য, রাজীব দত্ত, রুপম রায়, সালমা আবেদিন পৃথী, শামসুল আলম হেলাল, শাহনাজ জেরিন সাত্তার ও জিহান করিম।
আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কারের দ্বিতীয় আবর্তনের চূড়ান্ত বিবেচনায় থাকা শিল্পীদের মাধ্যম ব্যবহারে স্বতঃস্ফূর্ততা, সাহসিকতা এবং সাবলীলতা বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, যদিও তা তাদের শিল্পভাষার প্রধান নিয়ামক হয়ে যায়নি।
যান্ত্রিক নাগরিক জীবনের নিরন্তর হতাশা, সামাজিক বৈষম্য আর অসঙ্গতির বল্গাহীন সংস্কৃতি, মানব সম্পর্কের জটিল রসায়নের আদ্যোপান্ত- এসবই শিল্পীদের কাজের বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে। কখনো হাস্যরস, কখনো ব্যাঙ্গ আর কখনো বা প্রহেলিকার রূপককে আশ্রয় করে তারা তাদের শিল্পভাষা নির্মাণে সচেষ্ট হয়েছেন। কেউ কেউ ঐতিহ্যগত শিল্পচর্চাকে ধারণাগত চর্চার মাধ্যমে প্রতিস্থাপন করেছেন। প্রদর্শনী চলবে ৬ আগস্ট পর্যন্ত।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ