
ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে জন্ম। জাতীয়তায় বাংলাদেশী। পেশায় রাসায়নিক প্রকৌশলী। তাছাড়াও তিনি দুবাইয়ের পোর্ট সাইদ ইস্ট মসজিদের ইমাম। ২৩ বছর বয়সী কেমিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আল হাসান খান ছয় সাত বছর বয়স থেকে প্রতি বছর নিয়মিত রোজা পালন করে আসছেন।
পনের বছর বয়সে নামাজে ইমামতির যোগ্যতা অর্জন করেন এই বাংলাদেশী যুবক। তখন থেকেই নিয়মিত খতম তারবীর নামাজ পড়িয়ে আসছেন মসজিদে। এ বছর তিনি নবম বারের মত তারাবীর ইমামতি করছেন।
সেহরী, ফজরের নামাজ ও কোরান পড়া শেষ করে তিনি চলে যান ইসলামিক আফেয়ার্স এন্ড চ্যারিটেবল এক্টিভিটিস ডিপার্টমেন্টে, যেখানে ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে তিনি সংস্থাটির পরিচালকের সহকারী হিসেবে কাজ করছেন।
গ্রীষ্মকালে রোজা পালন করা মোটেও কঠিন নয় বলে দাবী করেন তিনি। তাছাড়া মুসলমান জনগোষ্ঠি রমজান মাসে সরকার ও রাষ্ট্রপ্রদত্ত নানাবিধ সুবিধাও লাভ করেন বলে ব্যাপারটি সংযমের ব্যাপারটি আরো সহজ হয়ে দাঁড়ায় বলে দাবী করেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকেএস/টিএস